Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ ব্যবস্থা

ভুমিকাঃ- খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদ ভবনটি হলো ইউনয়নের মাঝ খানে অবস্থিত। খো্কশাবাড়ী ইউনিয়নের উত্তর পার্শ্বে গোড়গ্রাম ইউনিয়ন পরিষদ রয়েছে। যাহার দুরত্ব খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদ হতে প্রায় ৪কি:মি:। দক্ষিনে পার্শ্বে দিনাজপুর  জেলা খানসামা থানায় রামকলা বাজার অবস্থিত। যাহার দুরত্ব  প্রায় ৩কিমি । পূর্ব কোনে কুন্দপুকুর ইউনিয়ন এবং দেবীর ডাংগা হয়ে নীলফামারী সদর। যাহার দুরত্ব প্রায় ৬ কি:মি:

 

যোগাযোগ ব্যবস্থাঃ উত্তর দিকে গোড়গ্রাম ইউনিয়ন যেতে একটি কাচা রাস্তা দিয়ে যেতে হয়। অটো চালিত, বাইসাইকেল, মটর সাইকেল ভ্যান গাড়ী রিক্সা ইত্যাদি যানবাহন ব্যবহার করে যেতে হয়।

 

নীলফামারী সদর উপজেলা যেতে হলে ইউনিয়ন পরিষদ থেকে একটি পাকা রাস্তা বেড় হয়ে গেছে সোজা পূর্ব দিকে সন্যাসীতলা দিয়ে হেলাবটতলা। সেখান হতে দক্ষিনে শালমারার বাজার হয়ে ঢুলিয়ার বাজারে উপর দিয়ে ষ্টেশন  রোড হয়ে নীলফামারী গাছবাড়ী।

 

 

৩নং খোকশাবাড়ী ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা  হল  অটোচালিত, বাইসাইকেল, মটর সাইকেল ভ্যান গাড়ী রিক্সা ইত্যাদি যানবাহন ব্যবহার করে ইউনিয়ন হতে শহর যেতে হয়। এবং খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদ থেকে শহর একটি মাত্র পাকা রাস্তা রয়েছে। এর  দুরত্ব হল ১০ কিলোমিটার।