খোকশাবাড়ী ইউনিয়নে তেমন কোন দর্শনীয় স্থান নাই। তবে বাংলদেশের তৃতীয় বিল শিংগীমারী এখানেই অবস্থিত। সম্পূর্ণ খাস জমির উপর আনুমানিক প্রায় ১৯৮ একর জমির উপর বিলটি অবস্থিত। বর্তমানে সারা বৎসর পানি না থাকায় ইরি,বোরো মৌসুমে প্রচুর ধান চাষ করা হয়। প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি প্রত্যেক দর্শনার্থীর চোখ ঝলসে দেয়।
বিলটি হচ্ছে ইউনিয়ন পরিষদ থেকে সোজা পুর্ব দিকে নীলফামারী রোড দিয়ে ভাসানীর বাড়ী হয়ে টেপুর ডাঙ্গ পার হয়ে কিছু দুর গেয়ে এই বিলটি রয়েছে।
বর্তমানে এখানে ইরি ধান রোপন করা হয় ও অন্যান্য ফসলাদী উৎপাদক করা হয়।